সকল সরকারী অফিসে ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
সকল সরকারী অফিসে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের সব সেচপাম্প সৌরবিদ্যুতে চালানোর উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। এসব সোলার প্যানেলের খুঁটি উঁচু করে তৈরির মাধ্যমে নিচে সবজি ও মাছ চাষ করা যায় কিনা- তাও খতিয়ে দেখতে কৃষিমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে। সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।