আ’লীগের ৭২তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনাসহ নেতাকর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সকালে ৭২তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা জানানো শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে জনগণ থেকে আলাদা করতে পারবে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করাই এখন দলটির মূল লক্ষ্য। এর আগে সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।