সঙ্কটে পড়েছে ‘গোলাপ গ্রাম’ খ্যাত বিরুলিয়ার বাসিন্দারা
- আপডেট সময় : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনাকালে সঙ্কটে পড়েছে ‘গোলাপ গ্রাম’ খ্যাত সাভারের বিরুলিয়ার বাসিন্দারা। তুরাগের তীর ঘেঁষে গড়ে ওঠা দ্বীপাঞ্চল- বিরুলিয়ার শ্যামপুরবাসীর আয়ের অন্যতম উৎস গোলাপ ফুল চাষ। এখানে গোলাপের পাশাপাশি আরো চাষ হয় জারবেরা, গাঁদা, রজনীগন্ধা, জিপসি, গ্ল্যাডিইউলাসসহ মনোমুগ্ধকর নানান জাত ও রংয়ের ফুল। রাজধানী ঢাকাসহ দেশের বাইরেও রপ্তানি করা হয় এখানকার ফুল। করোনাকালে ফুলচাষীদের আর্থিক প্রণোদনায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
সাভারের বিরুলিয়ার শ্যামপুরে ঢুকতেই চোখে পড়বে সারি সারি গোলাপসহ অন্যান্য ফুলের বাগান। কৃষি জমিতে থোকায় থোকায় ফুটে আছে বিভিন্ন রং আর জাতের গোলাপ ফুল। সীমিত আকারে রয়েছে অন্যান্য ফুলের বাগানও। প্রতিদিনই ভ্রমন বিলাসীরা রাজধানী ঢাকাসহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাভারের এই অপরুপ গোলাপ গ্রাম দেখতে।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর প্রায় তিন’শ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর বেশিরভাগই গোলাপ ফুল। বিরুলিয়ার প্রায় ১২’শ কৃষক ফুল চাষে জড়িত। বাগান থকে তুলে সন্ধ্যায় স্থানীয় মৈস্তাপাড়ার হাটে ফুল নিয়ে যান চাষিরা।এখানে ঢাকার এবং আশপাশ অঞ্চলের পাইকাররা আসে ফুল কিনতে।
বাগান মালিকরা জানান, করোনাকালে আর্থিক প্রণোদনা না পেলে তাদের ভাগ্য ফেরানো সম্ভব হবেনা।
গোলাপ গ্রাম দেখতে আসা দর্শনার্থীরা জানান তাদের অনুভূতির কথা।
করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে ফুল চাষিদের পাশে দাঁড়িয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।
সরকারি পৃষ্ঠপোষকতায় অচিরেই বৈদেশিক বাজারে গোলাপ গ্রামের সুবাস ছড়াবে বলে আশা করে এলাকাবাসী।