সজিব বিল্ডার্সের মালিকের খুনি মিলন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বকেয়া লেনদেন ও পারিবারিক দ্বন্দের জেরে সজিব বিল্ডার্সের মালিককে খুন করেছে তার বউয়ের বড় ভাই মো.মিলন। গতকাল বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার-সুদীপ কুমার চক্রবর্তী।
দুপুরে রাজধানীর বানানীতে ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি । প্রায় ৩০ বছর ধরে আবুল খায়ের ও মিলন যৌথভাবে নির্মাণ ব্যবসা শুরু করে। আবুল খায়ের শিক্ষিত হওয়ার কারণে সজীব বিল্ডার্সের মালিক হলেও মিলন শ্রমিকই থেকে যায়। ঠিক মত পরিশ্রমের টাকাও পরিশোধ করতো না আবুল খায়ের। মিলন তার ভাগ্য পরিবর্তন করতে না পেরে বিভিন্ন সময় আর্থিক লেনদেনে অনিয়ম করে ও বোনের সাথে ভগ্নিপতির কলহের কারণে ধীরে ধীরে তার ওপর মিলনের ক্ষোভের জন্ম নেয়। এরই অংশ হিসেবে গেলো বৃহস্পতিবারে আবুল খায়েরকে বসুন্ধরার বাসা থেকে ফোনে ডেকে নিজস্ব চুক্তিতে করা নির্মাণভবনে কথা কাটাকাটি হয় মিলনের সাথে। এক পর্যায়ে রড ও কাঠ দিয়ে আঘাত করলে সে মারা যায়।