সড়ক দুর্ঘটনায় নরসিংদী সুনামগঞ্জ নড়াইল ময়মনসিংহ ও কক্সবাজারে শিক্ষার্থীসহ নিহত ১০
- আপডেট সময় : ০৫:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ৩ জনসহ সুনামগঞ্জ, নড়াইল, ময়মনসিংহ ও কক্সবাজারে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।
আলাদা সড়ক দুর্ঘটনায় নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে ৩ জনের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় সিলেট থেকে মোটরবাইকে খাদিমুল নামে এক ব্যক্তি ঢাকা যাচ্ছিল। পথে রাস্তার গর্তে মোটরসাইকেলের চাকা আটকে রাস্তায় পড়ে যান তিনি। সেসময় পেছন থেকে এনা পরিবহন বাস তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে ইটাখলা থেকে একটি কার্ভাডভ্যান ভৈরব যাওয়ার পথে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারি নিহত হন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্কুলছাত্রীসহ দু’জন মারা যায়। গুরুতর আহত হন আরও তিনজন। উপজেলার পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল-মাগুরা সড়কে মাটি টানা গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন আরো দু’জন। আহত হন একজন।
এদিকে..ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৫ যাত্রী। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে জহুরুল হক নামে এক যাত্রী নিহত হন। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী। কক্সবাজার-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।