খুলনায় নিম্নমানের উপাদান ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
খুলনায় নিম্নমানের উপাদান ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ওই সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কার্পেটিং স্তরটি এখন হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে।এমন পরিস্থিতিতে স্থানীয়রা বলছেন,বরাদ্ধের কোটি টাকা লোপাট করে নিচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
খুলনার ডুমুরিয়ার উপজেলার চুকনগর-রোস্তমপুর সড়কটি ২০২১ সালে পাকা রাস্তা নির্মাণের বরাদ্ধ হয়। সামান্য দৈর্ঘ্য ও উচ্চ বরাদ্ধ থাকলেও সড়কটি নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর। দীর্ঘ বিরতীর পরে আর ২০২৩ সালের জুন মাসে ঠিক অর্থ বছর শেষ হওয়ার আগে সেখানে তড়িঘড়ি করে দেওয়া হয় পিচের কার্পেটিং।
নির্মাণ কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ওই সড়ক ফুঁড়ে জম্মেছে ঘাস।হাত দিয়ে তুলে উঠানো যাচ্ছে কার্পেটিং।ধসে পড়েছে সড়কের পাশ। প্রায় সব টাকা পরিশোধ করা হলেও এই কাজে বরাদ্ধ থাকা কালভার্ট নির্মাণ ও সড়কের পাশে জলাশয়ে বাউন্ডারি দেওয়া হয়নি এখনো।
ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন,কাজ এখনো চলমান রয়েছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে তা সংস্কার করে দেয়া হবে।
খুলনা সচেতন নাগরিক কমিটি বলছেন, উন্নয়নের নামে প্রহসনে হচ্ছে।
আর এলজিডির বলছে, এক সপ্তাহের মধ্যে ঠিক করে দেয়া হবে সড়কের কাজ। কার্যাদেশ অনুযায়ীই ঠিকাদার কাজ না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছে এলজিইডি ।