সড়ক বিভাগের জায়গায় দখল উপজেলা প্রশাসনের
- আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বিল্ডিং নির্মাণ করে দোকান বরাদ্দের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এতে ৭০ ফুট রাস্তা সংকীর্ণ হয়ে ৪০ ফুট হয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসহনীয় যানযট। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ভোগান্তির অবসান চায় এলাকাবাসী।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে জেলা শহরসহ ময়মনসিংহ হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার একমাত্র সড়ক এটি। এই সড়কেই উপজেলা পরিষদের মূল ফটকের পাশে বিল্ডিং নির্মাণ করে ১০টি দোকান ভাড়া দিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযোগ রয়েছে, সদ্য সাবেক ইউএনও আল মামুন অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে স্থানীয় প্রভাবশালীদের বরাদ্দ দিয়েছেন এসব দোকান।
অভিযুক্ত ইউএনও আল মামুন বর্তমানে ফরিদপুরের সদরপুর উপজেলায় কর্মরত । সড়ক ও জনপথের যায়গায় অনুমতি ছাড়া উপজেলা প্রশাসন বিল্ডিং নির্মাণ করতে পারে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি মুঠোফোনে বলেন, উপজেলা পরিষদের রেজুলেশনের মাধ্যমে মসজিদের আয়ের জন্য নির্মাণ করা হয় এ স্থাপনা।
এদিকে, এ স্থাপনাটি অবৈধ বলে জানিয়েছেন জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। বলেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে স্থাপনাটি উচ্ছেদের আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
ব্যস্ততম এ রাস্তা ঘেষে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে জনগণের কষ্ট লাঘব করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।