সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান
- আপডেট সময় : ০২:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। কারো করুনা নয়, নিজ সক্ষমতায় বিশ্বের বুকে মাথা উঁচু করে দেশ যেন আরো এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ বিমানবাহিনীর ৭৬তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০১৯ কোর্সের কমিশনপ্রাপ্ত অফিসারদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। যশোর সেনানীবাসে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রথমেই কুচকাওয়াজ পরিদর্শন ও রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। পরে ক্যাডেটদের মাঝে পদক, সনদ ও ফ্লাইং ব্যাজ বিতরন করেন।
এরপর নবীন কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে, বিমানবাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে দেশের সব বাহিনীকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার অংগীকারের কথাও জানান প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন, চেইন অব কমান্ড রক্ষার কথা।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর সদস্যদের ভুমিকার প্রশংসা করে, দেশের আর্থ সামাজিক উন্নয়নকে অর্থবহ করতে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে দেশের সেবায় কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এবারের কোর্সে ৩০ জন পাইলট এবং নারীসহ ১০৪ জন ক্যাডেট কমিশন পেলেন। পরে কমিশন প্রাপ্তদের রেঙ্ক ব্যাজ পরিয়ে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।