সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মীপূজা আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মীপূজা আজ। অন্যদিকে, আজ প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করবেন বৌদ্ধ সম্প্রদায়।
শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে এই পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি হিন্দুরা ঘরে ঘরে ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবীর আরাধনা করবেন সন্ধ্যায়। এদিকে, আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য-সুন্দরকে গ্রহণের অনুষ্ঠান প্রবারণা। সিদ্ধিলাভের পর আষাঢ়ী থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন গৌতম বুদ্ধ। তারপর থেকেই ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালিত হয়।