সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে প্রশাসনকে ব্যবহার করছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ১২:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৮৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ কাজে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগীকে ব্যবহার করছে। রাজধানীর নয়াপল্টনে এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সাধারণ মানুষকে সাথে নিয়েই গণতান্ত্রিক আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে বলে আবারো হুঁশিয়ারী দেন তিনি।
২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপি’র ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা চালায় পুলিশ।
এই হামলায় প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, মানববন্ধন কর্মসূচি পালন করে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি।
মানববন্ধনে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বলেন, হামলা মামলা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না।
আওয়ামী লীগ জন্মগতভাবেই একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন আনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব।
তিনি বলেন, দেশের সংকট উত্তরণের একটাই পথ- আওয়ামী লীগ সরকারের পদত্যাগ।
ভবিষ্যতে এক দফা আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে দলের কেন্দ্রীয় কার্যালয় জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে নেতাদের মামলার দ্রুত রায় দেয়ার পায়তারা করছে।
দেশে বিচারের নামে প্রহসন হচ্ছে বলেও আভিযোগ করেন মির্জা ফখরুল।