সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই :প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্দ্ধ ১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা অনুর্দ্ধ ১৭ বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি । যুবকদের মেধা বিকাশের সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফেরাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ বছর ফাইনালে অংশ নেওয়া অনুর্ধ ১৭ বালকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ম্যাচে চ্যাম্পিয়ন হয় বরিশাল।
আর অনুর্ধ ১৭ বালিকায় ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় খুলনা।
পরে বিজয়ী-রানার আপ দলগুলোর হাতে টুর্ণামেন্টর ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।
ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর উল্লেখযোগ্য দিনলিপির স্মৃতিচারণ করেন কন্যা শেখ হাসিনা।
সন্ত্রাস ও মাদকমুখী যুব সমাজকে সম্পদে পরিণত করতে ক্রীড়ামুখী করার আহবান জানান প্রধানমন্ত্রী।
আন্তঃ কলেজ ও আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা চালুর তাগিদ দেন সরকার প্রধান শেখ হাসিনা।