সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি লুন্ঠনই ছিল বিএনপি-জামায়াতের কাজ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৮৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি লুন্ঠনই ছিল বিএনপি-জামায়াতের কাজ। আর আওয়ামী লীগের কাজ হলো দেশের উন্নয়ন। তিনি বলেন, দেশে কোনো মানুষই ভূমিহীন-গৃহহীন থাকবে না।
বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দেশ খাদ্যে সয়ংসম্পুর্ণ দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ২১ লক্ষ টন খাদ্য মজুদ আছে। ১ কোটি মানুষকে স্বল্পমুল্যে খাদ্য বিরতণ করছে সরকার। আওয়ামী লীগ সরকারের ইশতেহার অনুযায়ী বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। কিন্তু বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে। তবে এত উন্নয়নের পরও এত মিথ্যা কথা বলা তাদের মুখেই মানায়। আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে উন্নত হবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে আর ২০১০০সালে ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সবক্ষেত্রে সয়ংসম্পর্ণ হবে। জনসভা থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।