সন্ত্রাস-নির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির চর্চা করে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়। তাই আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও, একে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার- তা থেকে তারা অনেক দূরে অবস্থান করছে বলেও জানান তিনি। সকালে এক ভার্চূয়াল আলোচনায় একথা বলেন তিনি। বিএনপি এদেশের রাজনীতিতে সন্ত্রাস-নির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার জনক অভিযোগ করে তিনি বলেন, তারা এখনো সেটাই চর্চা করে চলেছে।
শনিবার সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি’র দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়।
ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যারজনক বিএনপি, তারা সেটাই চর্চা করে চলেছে।
সমালোচনা রুখতে নাকি সরকার বিরোধীদের গুম করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত মিথ্যাচার।
অদক্ষ গাড়িচালক যেন কোনভাবেই গাড়ীর ড্রাইভিং সিটে না বসতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাসের চালকসহ সব স্টাফদের বাধ্যতামূলক নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে।