সন্দেহভাজন পাঁচ মাদক বিক্রেতা আহত অবস্থায় গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কুমিল্লায় রেবের মাদকবিরোধী অভিযানে গোলাগুলির পর সন্দেহভাজন পাঁচ মাদক বিক্রেতাকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনই গুলিবিদ্ধ হয়েছে।
গতরাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজিতে এ ঘটনায় এক রেব সদস্যও গুলিবিদ্ধ হন। রেব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আহতদের সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেব সদস্যরা মাদকবিরোধী অভিযানে গেলে মাদক কারবারীরা হঠাৎ গুলি শুরু করে। আত্মরক্ষার্থে রেবও গুলি চালালে এ ঘটনা ঘটে। তবে গ্রেপ্তার পাঁচজনের নাম-পরিচয় এখনো প্রকাশ করেননি রেব।