সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক
- আপডেট সময় : ০৩:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস রোববার নাকি সোমবার শুরু তা জানা যাবে সন্ধ্যায়। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে, কাল থেকে রমজান মাস শুরু হবে। সেক্ষেত্রে আজ রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ শুরু হবে।আর শেষ রাতে প্রথম সেহরি। অন্যদিকে আজ চাঁদ দেখা না গেলে, রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।সে ক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি ও সেহরি। বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।