সপরিবারে উধাও ময়মনসিংহের সাবেক এমপি দুর্নীতিবাজ গোলন্দাজ
- আপডেট সময় : ০১:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
অস্ত্র ও দখলবাজি, জুলুম ও ত্রাসের রাজত্ব কায়েম করা ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল কোথায় আছেন, তা জানে না কেউ। যে বাবেলের নাম শুনে ভয়ে আঁতকে উঠতো মানুষ, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই সপরিবারে গা ঢাকা দেন মূর্তিমান আতঙ্ক বাবেল। এদিকে, অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক হওয়া সাবেক এই এমপির অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক।
২০১৪ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে টানা তিনবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন ফাহমি গোলন্দাজ বাবেল। সংসদ সদস্য নির্বাচিত হয়েই গফরগাঁওয়ে কায়েম করেন জুলুম ও ত্রাসের রাজত্ব।
এলাকাবাসির অভিযোগ, উপজেলার দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের পাড়ের হাজার কৃষকের ফসলের জমি দখল থেকে শুরু করে,বালু, জল মহাল, পরিবহন খাত, সরকারি-আধা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো গফরগাঁওয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন এমপি বাবেল। তার দু:শাসন থেকে রক্ষা পাননি বিরোধী দলসহ নিজ দলের কর্মীরাও। সন্ত্রাসী গোলন্দাজ বাহিনীর হাতে খুন হন অসংখ্য নেতাকর্মী। মতের অমিল হলেই কেটে দিয়েছেন হাত-পা, চালিয়েছেন নির্মম নির্যাতন। ভয়ংকর এই গোলন্দাজ বাহিনীর হাতে গুরুতর আহত ও পঙ্গু হয়েছেন বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মী। কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। দখল করে নিয়েছেন এবং জোরপুর্বক লিখে নিয়েছেন অসংখ্য মানুষের জমি, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।
এমপি বাবেলের বাড়িতে ছিলো লোহার টর্চার সেল। অনেককেই বিদেশী ভয়ংকর হিংস্র কুকুরের সঙ্গে লোহার খাঁচায় বন্দি করে চালিয়েছেন পাশবিক নির্যাতন। তার ভয়ে বাড়ি ঘর ছেড়ে দেশ বিদেশে পালিয়ে থেকেছেন অন্তত ৫০ হাজার নেতাকর্মী। নানা অনিয়ম ও বিতর্কিত কমকান্ডে বহু বার খবরের শিরোনাম হয়েছেন বাবেল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য মতে ১০ বছরে এমপি বাবেলের আয় বেড়েছে ১২৭ গুন। দেশ ও বিদেশে বাড়ি ফ্ল্যাট, প্লট, জমি ও ব্যবসা প্রসারের পাশাপাশি স্বামীর সাথে পাল্লা দিয়ে আয় বেড়েছে এমপি পত্নী শারমীন গোলন্দাজেরও। বাবেল ও তার স্ত্রীর নামে শুধু স্বর্ণ রয়েছে ৭২০ ভরি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।ব্যাংক জমা ও নগদ ক্যাশ দেখানো হয়েছে ১৫ কোটি টাকা। তবে এলাকাবাসী বলছেন হলফনামায় উল্লেখ করা সম্পদের চেয়ে বাস্তবে বাবেলের সম্পদ কয়েক হাজারগুণ বেশি।
গোলন্দাজ বাহিনীর অন্তত দুই ডজনেরও বেশি নেতা অবৈধভাবে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সম্প্রতি বাবেল ও তার পবিবারের ৫ সদস্যর সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দেশে ও বিদেশে নামে বে-নামে অবৈধভাবে গড়ে তুলা অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।