সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে প্রয়োজনীয় সব নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০২:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে চাল, মুরগি, ডিম, মাছ ও মাংসসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। ভরা মৌসুমে ১৪০ টাকা কেজিতে বাজারে ঝাল ছড়াচ্ছে কাঁচা মরিচ। ব্যাপক বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সরবরাহ থাকলেও এখনও চড়া সবজির দাম। অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল এবং চালের দাম। রোজার আগে বাজারে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি দিশেহারা নিম্নআয়ের মানুষ।
রমজানকে সামনে রেখে প্রতিদিন হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম।
টিসিবির হিসাবমতে, গত এক মাসে ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ। বাজার ঘুরে দেখা গেছে, জানুয়ারিতে ১৪০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বাজারভেদে বর্তমানে প্রতি কেজি ২১০ থেকে ২৩০ টাকা। সোনালি মুরগির দাম বর্তমানে ২৯০ থেকে ৩১০ টাকা। এ ছাড়া মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫-১৪৫ টাকায়। ফলে বিক্রি কমেছে এসব পণ্যের।
মুরগির পাশাপাশি বাজারে গরুর মাংসের দামও বাড়তি। হাড়সহ গরুর মাংস ৬৮০ থেকে ৭২০ টাকা। আর হাড় ছাড়া গরুর মাংস ৮০০-৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজিতে।
নিম্ন আয়ের মানুষের জন্য এখন বিলাসিতা বলছেন তারা। চড়া মাছের বাজারও।
রোজার আগেই চড়া মসলার বাজার। উচ্চমূল্যেই স্থিতিশীল চাল, ডাল, আটা, ময়দা ও সয়াবিনসহ অন্য নিত্যপণ্যের দাম।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বেশকিছু শীতকালীন সবজির দাম।
কাঁচা মরিচের ভরা মৌসুমে চড়েছে কাঁচা মরিচের দাম। খুচরায় প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। সাথে বাড়তি দরে চলছে লেবু, শসার বেচাকেনা
কোন জিনিসের দাম কমার কোন লক্ষ্মণই নেই। হতাশ ক্রেতা-বিক্রেতা সবাই।