সফল নারীদের সম্মাননা জানালো ‘নিবেদিতা’
- আপডেট সময় : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
ডিজিটাল স্পেসে পক্ষপাতিত্ব ভেঙে এগিয়ে আসা নারীদের প্রশংসা করার জন্য এই আন্তর্জাতিক নারী দিবসে ‘নিবেদিতা ইকুয়ালাইজার ২০২২’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে নিবেদিতা ওইমেন কমিউনিটি সংগঠন। যেখানে টাইটেল পার্টনার হিসেবে ছিল দারাজ বাংলাদেশ, সাথে এসোসিয়েট পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি এবং দ্যা ডেইলি স্টার নিউজপেপার।
১১ই মার্চ রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই মহিলা-ভিত্তিক ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী জনাব মুহাম্মদ আবদুল মান্নান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাবা নাহিদ এজাহার খান এমপি, ৩০৫, মহিলা আসন-০৫, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জনাব বিকর্ণ কুমার ঘোষ। প্রধান বক্তা হিসেবে ছিলেন সোনিয়া বশীর কবির, ফাউন্ডার- এসবিকে ফাউন্ডেশন এবং এসবিকে টেক ভেঞ্চার।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ৭ জন বিশেষ নারীকে সম্মাননা স্মারক প্রদান করা, যার মধ্যে আছেন ১জন বীরাঙ্গনা মোসাম্মৎ নুরজাহান বেগম, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর প্রতিষ্ঠিত কন্যা প্রফেসর ডা. নুজহাত চৌধুরী, নারী পুলিশ অফিসার মাহফুজা লিজা বিপিএম, এসপি, স্পেশাল ব্রাঞ্চ, সমাজসেবিকা তাহসিন বাহার সূচনা, সাধারণ সম্পাদক, জাগ্রত মানবিকতা, নারী সংবাদ পাঠিকা ডা. নবনিতা চক্রবর্তী, নারী গবেষক আইরিন খান এবং নারী ডাক্তার ডা. তাহেরা নাজরীন, শিশু বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট- এভারকেয়ার হসপিটাল ঢাকা।
তারই সাথে অনলাইন প্ল্যাটফর্মে ৯ জন ক্ষমতায়িত মহিলাকে ৮টি বিভাগে সম্মানসূচক পুরষ্কার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বিভাগগুলি হল মেকআপ আর্টিস্ট, কনটেন্ট ক্রিয়েটর-এন্টারটেইনমেন্ট, ফুড ব্লগার, ফ্যাশন ব্লগার, মানসিক স্বাস্থ্য/ফিটনেস, ভ্রমণ ও ফটোগ্রাফি, সামাজিক কারণ/কল্যাণ ও বিউটি ব্লগার। আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী নৃত্য ছিল এই ইভেন্টে এবং সাথে বিদ্যা সিনহা সাহা মিমের একটি চমৎকার নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানে। উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল এবং তারপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মূল বক্তা সহ অনেক গুনীজন তাদের বক্তব্য দিয়েছিলেন।
এই অসাধারণ অনুষ্ঠানে কিছু চমৎকার সেশন এবং সেশন বক্তা ছিল। মানসিক স্বাস্থ্য এবং মানসিক বুদ্ধিমত্তা, বিপণন এবং যোগাযোগ ব্যবসার উপর প্রভাব ফেলে, ইনক্লুসিভিটি এন্ড লিডারশীপ : কিভাবে আমরা সমাজে পক্ষপাতের অবসান করছি, পাওয়ার-কাপল আলোচনা, যে মহিলারা পক্ষপাতিত্ব ভেঙ্গে সামনে এগিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মার্চ আনিকা ইসলাম নামে এক তরুণ, উদ্যমী ও স্বাধীন নারী দ্বারা নিবেদিতা প্রতিষ্ঠিত হয়। এই সম্প্রদায়টি সমাজের সমস্ত মহিলাদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। নিবেদিতার লক্ষ্য হল বিভিন্ন দক্ষতা, প্রযুক্তি এবং জীবনধারা জ্ঞান দানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করা, কীভাবে নিজেদেরকে আরও ভালভাবে ক্ষমতায়িত করা যায়, যাতে তারা সমাজে অবদান রাখতে সক্ষম হয়।
নিবেদিতা সব সময় চাইত, গ্রামীণ বা উপ-শহুরে মেয়েদের সঙ্গে ঢাকার একটা যোগসূত্র গড়ে তুলতে, যাতে তারা ঢাকায় না এলেও বা নতুন হলেও ঢাকার জীবনধারা ও প্রযুক্তির সঙ্গে আপ টু ডেট থাকতে পারে। তাই নিবেদিতা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যেখান থেকে ঢাকা বা ঢাকার বাইরের মেয়েরা তাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতে পারে, দক্ষতা বিনিময় করতে পারে এবং নিজেদের মধ্যে শিখতে পারে।
তারই ধারাবাহিকতায় নিবেদিতা আইসিটি বিভাগ, হাই-টেক পার্ক বাংলাদেশ, কোর্সেরাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন কর্মশালা, ইভেন্ট, প্রশিক্ষণের আয়োজন করেছেন যেখানে তরুণীরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পেরেছেন, যাতে নারীরা তাদের দক্ষতা ভালোভাবে বিকশিত করতে পারে এবং সমসাময়িক বিশ্বের সাথে নিজেদের আপডেট রাখতে পারে। এটি লক্ষণীয় যে নিবেদিতা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে পরোক্ষভাবে কাজ করছে।