সবগুলো সেবা সংস্থা সমন্বয় করে কাজ না করলে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের উন্নয়নের জন্য সবগুলো সেবা সংস্থা সমন্বয় করে কাজ না করলে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
সকালে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স আয়োজিত চট্টগ্রামের উন্নয়ন, শিল্পায়ন ও ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চল নিয়ে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এটি এশিয়ার জন্য একটি উদাহরণ হবে। বিশ্বের অনেক দেশ তাদের পুরো পোশাক শিল্প এখানে নিয়ে আসতে চায়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব হেলালউদ্দিন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন ও জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ অন্যরা।