সবজির ভরা মৌসুমেও বগুড়ায় বাড়ছে সবজির দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৭২৭ বার পড়া হয়েছে
সবজির ভরা মৌসুমেও বগুড়ায় বাড়ছে সবজির দাম। প্রতিবছর এসময় সবজির দাম কম থাকলেও এবার উল্টো চিত্র। সবজি কিনতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের।
পুরোদমে আলু উঠছে বাজারে। শুরুতেই আলুর দাম চড়া। আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। ফুলকপি ৪০ টাকা, টমেটো ৪০ টাকা লাউ ৪০ টাকা করে, সিম ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিভিন্ন শাকের দামও বেড়েছে। শাক বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। কৃষকদের মতে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে সবজির দাম।ব্যবসায়ীরা জানায় পরিবহন খরচ হাটবাজারের টোল বেড়ে যাওয়ায় খুচরা বাজারে সবজির দাম কমানো যাচ্ছে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে আবহাওয়া ভাল থাকায় বগুড়ায় এবার পর্যাপ্ত সবজির উৎপাদন হয়েছে।