সবধরণের নিত্য পণ্যের দাম বেড়েছে চট্টগ্রামে
- আপডেট সময় : ০২:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বন্দর বন্ধ থাকাসহ টানা দুই দিন দেশের অন্যান্য জেলা থেকে কাঁচামাল আসতে না পারায়, সবধরণের নিত্য পণ্যের দাম বেড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রেয়াজউদ্দিন বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ঝড়ের পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফসলের ব্যপক ক্ষতি হওয়ায় বাজারমুল্যে নেতিবাচক প্রভাব সহজে কাটবে না। তবে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, পরিস্থিতির সুযোগে যাতে কেউ সিন্ডিকেট করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবেন তারা।
দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকার সবজি বাজার চট্টগ্রামের রেয়াজ উদ্দিন বাজারের দৃশ্য এটি। প্রতিদিন সকালে কয়েকশো ট্রাক কাঁচা সবজি বেচাকানায় মুখর থাকলেও সোমবার অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, ঘুর্ণিঝড় বুলবুলের আতঙ্ক কাটিয়ে এখনো মুকামে ফিরতে পারেননি দুর-দুরান্তের ব্যবসায়ীরা। এছাড়া ঝড়ের তান্ডবে অনেক জেলায় ফসলের ব্যাপক ক্ষতিও বাজার জমে না ওঠার কারণ। তাই দামও বেড়েছে প্রতিটি পণ্যের।
একই দৃশ্য দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার খাতুনগঞ্জের। অমাবশ্যা-পুর্ণিমার ভরা জোয়ারে ডুবে থাকা এই বাজারের ব্যবসায়ীরা বুলবুলের জলোচ্ছ্বাসের আশংকায় গুটিয়ে ফেলেছিলেন ব্যবসা। সোমবার গুদাম খুললেও বাজার জমেনি এখনো।
খাতুনগঞ্জের আমদানী নির্ভর পণ্য সবই চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল। বন্দর বন্ধ থাকায় সেখানেও টান পড়েছে।
ভারত বন্ধ করে দেয়ার পর, মিয়ানমার, চীন, তুরস্কোসহ বেশ কয়েকটি দেশ থেকে আমদানী করে পেঁয়াজের চাহিদা মেটানোর চেষ্টা চলছিলো বেশ জোরে-সোরে। কিন্তু ঘুর্ণিঝড় বুলবুল সেখানেও আঘাত করেছে বড়-আকারে।