সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে আবারো নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা প্রতিরোধে বাংলাদেশের প্রস্ততি যথেষ্ট বলেও জানান তিনি। রোববার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, প্রয়োজনে এই বৈশ্বিক সংকট মোকাবেলায় অন্য দেশকেও সহায়তা করতে বাংলাদেশ প্রস্তত আছে। সরকারকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতনের অর্থ, প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর তহবিলে আর্থিক অনুদান দেন। সরকার প্রধান চলতি সংকট মোকাবিলায় বিত্তবানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আবেদন জানিয়ে বলেন, বাঙালি বিজয়ী জাতি। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই সংকটে সবকিছু নিয়ে সরকার জনগণের পাশে আছে বলেও জানান তিনি।