সবাইকে সহজে দ্রুত টিকার আওতায় আনতেই গণটিকার ব্যবস্থা
- আপডেট সময় : ০৭:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো অঙ্গীকার করেছেন, দেশের প্রতিটি মানুষকে দ্রুত করোনার টিকার আওতায় আনা হবে। এজন্য টিকাদান কর্মসূচী আরো গতিশীল ও সহজ করতে গণটিকার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকশেষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনার বিধিনিষেধ শিথিল করা হলেও বিনোদন কেন্দ্র চালু বা জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়েও কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গতি কিছুটা ধীর হলেও চলতি অর্থবছরে তা কাটিয়ে ওঠার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি, করোনার টিকা সহজলভ্য করতে সরকারের করণীয় নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যেই ৫৪ লাখ টিকা দেশে আসবে। ৭ আগস্ট থেকে চালু হওয়া গণ-টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০ লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছে বলে দাবি করেন তিনি।
পরে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করে নির্ধারণ করবে গাড়ির সংখ্যা।
সচিব জানান, বাংলাদেশ জাতীয় যাদুঘর আইন, বাংলাদেশ চিড়িয়াখানা আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।