সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৮:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনা মহামারির কারণে দেশের মানুষকে খাদ্য সংকটে ভুগতে হবে না বলে বিশ্ব খাদ্য দিবসে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে তার সরকার। সকালে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
১৯৯৬ সালে দেশে ২৪ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আর ২০০১ সালে ৫ বছরের ব্যবধানে ২৬ লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত হয় বাংলাদেশের। যে ধারা এখনো অব্যাহত রেখেছে সেই সরকার। কৃষি মন্ত্রণালয় এবং এফএও আয়োজিত বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সেকথাই স্মরণ করিয়ে দেন সরকার প্রধান শেখ হাসিনা।
তিনি বলেন, মহামারির মধ্যেও অনেক সমস্যার মুখোমুখি হলেও বাংলাদেশের প্রতিটি মানুষ খাবার পেয়েছে, ভবিষ্যতেও পাবেন।শেখ হাসিনা বলেন, সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে ছোট ছোট কাজ নিয়ে এগিয়ে আসা উচিৎ।
জাতির পিতার স্বপ্নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে মহামারিকালে শুধু কৃষি খাতের জন্যই পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ,মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোংইয়ু’র একটি রেকর্ডকৃত বক্তব্যও অনুষ্ঠানে প্রচার করা হয়।