সবুজ উদ্যান, খেলার মাঠ ও জলাশয়ের অভাবে আগামী প্রজন্ম হুমকির মুখে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সবুজ উদ্যান, খেলার মাঠ ও জলাশয়ের অভাবে ঢাকার আগামী প্রজন্ম হুমকির মুখে পড়তে যাচ্ছে। রাজধানীর ৮০ ভাগই কনক্রিটে আচ্ছাদিত হয়ে পড়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সকালে রাজধানীর প্লানার্স টাওয়ারে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ড. আদিল মাহমুদ খান ১০ বছরের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেন। ঢাকা শহরের বায়ু, পরিবেশ ও বাসযোগ্যতা প্রেক্ষিত ঃ সবুজ এলাকা, জলাশয়, খোলা উদ্যান ও কনক্রিট আচ্ছাদিত এলাকার বিদ্যমান অবস্থা সংক্রান্ত বিআইপির গবেষনা প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ঢাকা বায়ু দুষণের দিকে থেকে বিশ্বের অন্যতম দুষিত শহরে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে এলাকা ভিত্তিক সবুজায়ন কর্মসূচিসহ ১০ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স।