সবুজ উন্নয়নের লক্ষ্য পূরণে সমাজ ও বিশ্বের ইতিবাচক মনোভাব প্রয়োজন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবুজ উন্নয়নের লক্ষ্য পূরণে সমাজ ও পুরো পৃথিবীর ইতিবাচক মনোভাব প্রয়োজন। পরবর্তী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে বিশ্ব নেতাদের আরও সক্রিয় এবং জোটগতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। বিকেলে পি-ফোর-জি বৈশ্বিক জোটের ২য় সামিটে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর অন্যতম-বাংলাদেশ। পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতি বছরই বাংলাদেশকে ব্যয় করতে হয় প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসেবে ৪২ হাজার ৫০০ কোটি টাকা। এর বাইরেও মোট ক্ষতির পরিমাণ জিডিপির প্রায় ৫ শতাংশ।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০১৭ সালে গঠিত হয়েছিলো পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস ২০৩০। সংক্ষেপে পিফোরজি। রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজন করা হয় পিফোরজির দ্বিতীয় সামিট। এতে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিবসহ বিশ্ব নেতারা।
শুরু থেকেই গুরুত্ব দিয়ে এই বৈশ্বিক জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ। সিউল সামিটের লিডার্স সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবুজ উন্নয়নের লক্ষ্যে দেশের অর্জনগুলো তুলে ধরেন।
সে সঙ্গে বৈশ্বিক জোট ক্লাইমেট ভার্নারেবল ফোরাম-সিভিএফ এর বর্তমান চেয়ারপার্সন শেখ হাসিনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই প্রবৃদ্ধি ও ২০৩০ সালের মধ্যে সবুজ পুনরুদ্ধারে তার তিন দফা পরামর্শ জানান বিশ্ব নেতাদের।