সব দেশেই ডিজিটাল নিরাপত্তা আইন আছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইন বিভিন্ন দেশে ভিন্ন নামে আছে– তাই এটি নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অন্যদিকে কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে আমেরিকার মিডিয়ায় আলোচনা হলেও এটি রাজনীতির বিষয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব বলেন।
লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বাম জোট ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে অনতিবিলম্বে ডিজিটাল এ্যাক্ট বাতিলসহ অন্যদের মুক্তির দাবী জানায়।
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এনিয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন ,উনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা নিরুপন হবে, তবে যে আইন নিয়ে বলা হচ্ছে তা সব দেশেই বিদ্যমান।
অন্যদিকে সদ্য আমেরিকা থেকে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন লেখক মুশতাকের ব্যাপারে আমেরিকায়ও প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি।
আল জাজিরা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাথে কোন কথা হয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দিয়ে তিনি বলেন, এনিয়ে বাংলাদেশী মিডিয়ার আগ্রহই বেশী।
এগুলো নিয়ে সাংবাদিকদের আরো সোচ্চার হবার আহ্বান জানান ড. মোমেন।