সব ধরনের পেঁয়াজ রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত
- আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সব ধরনের পেঁয়াজ রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে তাদের এক নোটিফিকেশনে বলা হয়েছে।এদিকে রাজধানীর বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সকালে রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় প্রতি পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। কোনো কোনো বিক্রেতা এক পাল্লা ৪৫০ টাকাও চাইছে।
রপ্তানি বন্ধ ঘোষণার পর সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতি মেট্রিক টন ২৫০ ডলারের এলসির এই পেঁয়াজ এখন ৭৫০ ডলারে নিলেই ছাড়া হবে। অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি ও মজুদে ঘাটতির কারণে গত বছর এই সেপ্টেম্বরের প্রথমেই পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়ে পরে রপ্তানি বন্ধ করেছিল ভারত। এরপর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম, ৫০-৬০ টাকা কেজি দামের পেঁয়াজ বিক্রি হয় ২৫০-৩০০ টাকায়। এদিকে বেনাপোল বন্দর এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এদিকে, ভারত সরকারকে গতকালই ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে।