সব মহানগরের স্কুলে শিশুদের করোনার টিকা ২৫ আগস্ট
- আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের মহানগর এলাকার স্কুলে ২৫ আগস্ট শিশুদের করোনার টিকা দিতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রথমে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত স্কুলগুলোতে এ কার্যক্রম চলবে। এজন্য অভিভাবকদের আগে নিবন্ধন শেষ করতে হবে। রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতালে শোক দিবসের আলোচনা শেষে একথা জানান তিনি। এর আগে আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর সময় থেকেই দেশের স্বাস্থ্যখাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
জাতীয় শোক দিবসে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধুর সময় থেকেই স্বাস্থ্যখাতে উন্নয়নের ছোঁয়া লাগে। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ২৫ আগষ্ট থেকে সিটি করপোরেশন এলাকার স্কুলগুলোতে শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হবে।
সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশু আছে জানিয়ে তিনি বলেন, কোনো শিশুই করোনার টিকা থেকে বাদ যাবে না।