সভাপতি-সম্পাদকসহ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিশেষ সীল মোহরের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকসহ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিশেষ সীল মোহরের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিনব কায়দায় জমি ক্রেতা-বিক্রেতার কাছ থেকে দলিল প্রতি দু’হাজার করে প্রতিমাসে প্রায় অর্ধকোটি টাকা আদায় করা হচ্ছে। দলিলের পেছনে বিশেষ সীল মোহর ব্যবহারের কথা স্বীকার করেছেন সাব-রেজিস্ট্রার। তবে, জেলা রেজিস্ট্রার বলছেন, এটা বেআইনি।
নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক সমিতির নামে প্রতি দলিলে দু’হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে। জমি ক্রেতা-বিক্রেতাকে বহন করতে হচ্ছে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা। এর বিরূপ প্রভাব পড়েছে সাধারণ দলিল লেখকদের মাঝে।
কাগজ-পত্র ঠিক থাকলেও, অতিরিক্ত দু’হাজার টাকা না দিলে দলিল ফিরিয়ে দিচ্ছেন সাব-রেজিস্ট্রার। এর প্রতিবাদে সমাবেশসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা। বিশেষ সীলটি তাদের ঐক্যের প্রতীক বলে দাবি করেন, দলিল লেখক সমিতির সভাপতি।
অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন, সাব-রেজিস্ট্রার। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জেলা রেজিস্ট্রার। দলিল লেখক সমিতির চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।