সমকালীন রাজনীতি নিয়ে বিএনপির সঙ্গে জাপান রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক
- আপডেট সময় : ০২:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ
১১ সেপ্টেম্বর নির্বাহী আদেশ বাড়ানোর আবেদন করে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ আবেদন করেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। রায়ের পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকেন তিনি। দুই বছর দেড় মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ এর ২৫ মার্চ বিএসএমএমইউ থেকে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের সমকালীন রাজনৈতিক বিষয়ে সার্বিক আলোচনা হয়।
হামলা-মামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
সকালে নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ নিজের আখের গোছাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দফায় দফায় বাড়িয়েছে। এখন সরকার আর তার দলীয় নেতারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
সারাদেশে দলীয় নেতা-কর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে ফরিদপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এদিকে, কর্মসূচিতে যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ।