সমবায় সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি জোর দিয়েছেন স্থানীয় সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সমবায় সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়ন করে গ্রামীণ জনপদের ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।
দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৫০তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। সমবায় ব্যবস্থাপনাকে শক্তিশালী এবং কার্যকর করতে যে কোন ধরনের দুর্বলতা ও অসামঞ্জস্যতা খুঁজে বের করতে হবে। প্রয়োজনে আইনের সংশোধনীর মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথাও জানান, মন্ত্রী। পরে ১০ ক্যাটাগরিতে ৮টি সমবায় সমিতি এবং দুই জনকে ব্যক্তি পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার-২০২০ প্রদান করা হয়।