সমালোচনাকারীরাই এখন ভ্যাকসিন নিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ এ কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সমালোচনাকারীরাই এখন ভ্যাকসিন নিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, রোগ সনাক্তের জন্য করোনা প্রাদুর্ভাভের শুরুতে দেশে কাজ শুরু করেছিলো একটি ল্যাব। এখন সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০টিতে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান শ্রীমতি সাহা ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু ও লিয়াকত হোসেন খোকা, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সহ অনেকে।