সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-ফেস্টুন-তোরণে ঢেকে গেছে জামালপুর শহর
- আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-ফেস্টুন-তোরণে ঢেকে গেছে জামালপুর শহর। প্রতিদিনই বের হচ্ছে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৩ জন মেয়র প্রার্থী হিসেবে প্রচারনা চালাচ্ছে। অন্যদিকে, একাধিক দলীয় নেতা পোস্টার লাগালেও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
তফসিল ঘোষণার আগেই জামালপুর পৌরসভা নির্বাচনের প্রচারণায় নেমেছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্ট ও সড়কের দু’পাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। সড়কের মোড়গুলোতে শোভা পাচ্ছে বড় বড় তোরণ।
প্রতিদিনই শহরজুড়ে র্যানলি ও মোটরসাইকেল শোভাযাত্রা করছে অনেকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগে রয়েছে রেকর্ড সংখ্যক মেয়র প্রার্থী। বর্তমান মেয়রসহ ১৩ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে, দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবেন বলে জানান তারা।
বিএনপির একাধিক নেতার পোস্টার দেখা গেলেও, প্রচারনায় নীরব তারা। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র।
দল দেখে নয়, পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন ব্যক্তিকেই মেয়র হিসেবে চায় জামালপুরের নাগরিকরা।