সরকারকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দলকানা হয়ে না থেকে সরকারকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে ইতিহাস কখনো তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পরেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পাঠ্যপুস্তকের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ভুল ইতিহাস তুলে ধরা হচ্ছে বলেও দাবি তার। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব
এতে অংশ নিয়ে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিএনপি যখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চাইছে, তখন আওয়ামী লীগ নেতাদের কম্পন শুরু হয়েছে।
কার্যক্রমের উদ্বোধনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্ধ হয়ে ইতিহাস বিকৃতি না করতে সরকারের প্রতি আহবান জানান।
এসময়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ঘর সামলাতে না পারলেও, বিএনপির সমালোচনা করতে ভুলছেন না।
সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগ- এমন অভিযোগও করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।