সরকারকে হুমকি ধামকি দেয়া বিএনপি নেতাদের মানায় না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দল না গুছিয়ে সরকারকে হুমকি ধামকি দেয়া বিএনপি নেতাদের মানায় না’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন কর্মীদের কাছে বিএনপি নেতারা এখন সমালোচিত।আর তাই যে কোন কর্মসুচীতে নিজেরা মারামারি করেই পন্ড করে দেয়া এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। কর্মীদের চাপ সামলাতে দিবা স্বপ্নের মতো এখন হুইসেল দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন বিএনপির মহাসচিব। এসময় জিয়া স্মৃতি জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ট্রান্সমিটারটি কালুরঘাট বেতার কেন্দ্রে স্থানান্তর করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।