সরকারি অর্থ আত্মসাতের অপরাধে নেসকো’র প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৭:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প ক্রয়ে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অপরাধে নেসকো’র প্রধান প্রকৌশলী কামালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সংস্থার সচিব দিলওয়ার বখত। প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি করেন। শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টটির ইপিসি ঠিকাদার ছিল- সিনোহাইড্রো করপোরেশন, চীন এবং জিটি মেইন ইকুইপমেন্টের টারবাইন, জেনারেটর ও কম্প্রেসার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জার্মান প্রতিষ্ঠান- সিমেন্স। তিন লাখ ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যে পিডিবির সঙ্গে চুক্তি সম্পাদন হলেও সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ ও ২০১৯ সালে মাত্র ৩০ হাজার ১৭ ডলার ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় এলসির মাধ্যমে ভারতে পাঠায়। এতে ঠিকাদারের লাভ ২০ শতাংশ ধরা হলেও পাম্পের খরচ দাঁড়ায় ৩৬ হাজার ২১ মার্কিন ডলার। বাকি তিন লাখ ২৮ হাজার ৯৭৯ মার্কিন ডলার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।