সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলে হাইকোর্টের রায় স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারিদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
এ রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। একই সঙ্গে ৩০ অক্টোবর এ মামলার শুনানির পরবর্তী তারিখ দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়। ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট।