সরকারি গুদামে ধান বিক্রি করতে অনীহা কৃষকদের
- আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
হবিগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও নানা ভোগান্তির কারণে সরকারি গুদামে ধান বিক্রি করতে অনীহা প্রকাশ করছে কৃষকরা। ফলে এ বছর সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। তবে জেলা প্রশাসকসহ খাদ্য কর্মকর্তারা কৃষকদেরকে সরকারি গুদামেই ধান বিক্রি করতে উদ্বুদ্ধ করছেন।
হবিগঞ্জে এবার বোরো মৌসুমে সরকারি গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ১৮৫ মেট্রিক টন। আর মন প্রতি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০ টাকা। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস বলছে করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে শ্রমিক ও পরিবহনে যাতায়াত খরচ বেশী হওয়ায় এবং স্থানীয় বাজার মূল্য কিছুটা ভাল হওয়ায় সরকারি গুদামে ধান বিক্রিতে অনীহা কৃষকদের। উৎপাদিত ধান সরকারি গুদামে বিক্রির ব্যাপারে কৃষকদের উৎসাহিত করছেন জেলা প্রশাসকসহ কর্মকতারা। এছাড়াও ধান অল্প শুকানো, চিটা ও ধানের আর্দ্রতা কম হলে গুদামে বিক্রি করা যায় না। ফলে বাড়িতেই কিছুটা কম মূল্যে ফরিয়াদের কাছে ধান বিক্রি করছেন কৃষকরা।
অতিরিক্ত খরচ ও ভোগান্তি ছাড়াই মন প্রতি ১ হাজার টাকা করে ফরিয়াদের কাছে ধান বিক্রি করছেন কৃষকরা।সরকার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে তাদের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্যই। বর্তমানে স্থানীয় বাজারে ধানের দর ভাল হওয়ায় সরকারি গুদামে বিক্রির ব্যাপারে কৃষকদের এই অনীহা বলে জানান এ কর্মকর্তা।
গেল ২৮ এপ্রিল থেকে হবিগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।