সরকারি ঘোষণার কোন প্রতিফলন দেখা যায়নি বাজার ব্যবস্থায়

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
রমজান কেন্দ্র করে সরকারের ঘোষণা ছিল নিত্যপণ্যের দাম বাড়বে না। তার উপর বিভিন্ন পণ্যের দাম বেঁধে দেয়ারও ঘোষণা দেয়া হয়।
তবে কার্যত এসব সরকারি ঘোষণার কোন প্রতিফলন দেখা যায়নি বাজার ব্যবস্থায়। রোজার মাস জুড়ে বাড়তি দামেই কিনতে হচ্ছে খেজুর, চাল, ডাল, ছোলা, বেসন, চিনি, পেঁয়াজ, মাছ-মাংস। নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ লক্ষণীয়। আক্ষেপ প্রকাশ করে ক্রেতারা বলেন, সরকারের বিভিন্ন পক্ষ থেকে দফায় দফায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লোক দেখানো ঘোষণা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।