সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংকটে দেশে সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটির মেয়াদ বাড়ালো সরকার।
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে, ২৫ এপ্রিল পর্যন্ত চতুর্থ দফায় সাধারণ ছুটি বাড়ানো হলো। এবারের জারি করা প্রজ্ঞাপনে দেয়া হয়েছে বেশকিছু নির্দেশনা। যেখানে বলা হয়, সন্ধ্যা ৬টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বের হলে আইনী সাজার মুখোমুখি হতে হবে। তবে পানি, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট সেবাসহ এ ধরনের জরুরি পরিষেবাকে এই নির্দেশের আওতামুক্ত রাখা হয়েছে। জনগণের প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ ব্যাংককে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশও দেয়া হয় প্রজ্ঞাপনে।