সরকারি-বেসরকারি অফিসগুলোতে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না
- আপডেট সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসগুলোতেও এখন থেকে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া মাস্কবিহীন কোনো সেবার জন্য কেউ গেলে, তাকেও কোন সেবা দেয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে এই সভায় যোগ দেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ম্যাসিভ ইন্সট্রাকশন দেয়া হয়েছে। ফলে মাস্ক ছাড়া এখন কেউ কোন সেবা পাবেন না।
জেলা প্রশাসকদের ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু সরকারী নয়, বেসরকারী অফিস এমনকি যানবাহনে চলাচলের সময়ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।
কোভিড মোকাবিলায় ভ্যাকসিন আনার ব্যাপারে বেশ অগ্রগতি আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।