সরকারি হাসপাতালগুলোকে নরকে পরিণত করা হয়েছে: রিজভী

- আপডেট সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসা বাণিজ্যের প্রসার ঘটাতে সরকারি হাসপাতালগুলোকে নরকে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে করোনার ভূয়া সনদ বিক্রি, অর্থ ও মানবপাচার এবং স্বাস্থ্য খাতে মহাদুর্নীতির প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। প্রাইভেট হাসপাতালগুলো রোগীর চিকিৎসায় যত্নবান না হয়ে ইচ্ছেমতো বিল আদায় করছে। এসময় তিনি বলেন, অবৈধ অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতে সংসদ সদস্য পাপুল গ্রেফতার হলেও তার দেশীয় সহযোগীরা ধরা-ছোয়ার বাইরে রয়েছে। তিনি আরো অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে কোন মতামত তুলে ধরলে বিরোধী দলের নেতাকর্মীদের মতো তাদেরও রাতের অন্ধকারে তুলে নেয়া হচ্ছে। জবাবদিহিতার অভাবেই সাহেদ-সাবরিনারা এই একদলীয় শাসনব্যবস্থার অধীনে লালিত হয়েছে এবং আওয়ামী দুঃশাসনই এই প্রতারকদের বেড়ে ওঠার সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেন রিজভী।