সরকারী খাস সম্পদ দখল মুক্ত ও হান্নাল পুকুর ভরাট করে দোকান নির্মাণ বন্ধ করার দাবিতে প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পিপিআর রোগ নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রন প্রকল্প দেশব্যাপী সম্প্রসারণ ও এর ভ্যাক্সিনেটরদের মাসিক সম্মানীসহ ৬ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সকালে মহেশপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ভ্যাক্সিনেটরদের সংগঠন ‘বাংলাদেশ ভলান্টিয়র ভ্যাক্সিনেটর এসোসিয়েশন’ মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের জেলা, ও উপজেলা শাখার সদস্যরা অংশ নেয়। এসময় বক্তারা, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প সারাদেশ ব্যাপী সম্প্রসারণ, ভ্যাক্সিনেটরদের মাসিক সম্মানী, যাতায়াতের জন্য বাইসাইকেলসহ ৬ দফা দাবী জানান।
এদিকে, গাজীপুরে চান্দনায় সরকারী খাস সম্পদ দখল মুক্ত ও হান্নাল পুকুর ভরাট করে দোকান নির্মাণ বন্ধ করার দাবিতে প্রতিবাদ সভা করেছে চান্দনা গ্রামের সর্বস্তরের জনগণ। সকালে নগরীর চান্দনা গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ৫৪ শতাংশ জমির বিশাল এই হান্নাল পুকুরটি অত্র এলাকার কিছু লোক নিজ ব্যক্তি স্বার্থে ভরাট করে ভিবিন্ন স্থপনা তৈরি করেছে, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করেন এলাকাবাসী।