সরকারের অনুমতি পেলে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যবস্থা করা হবেঃ মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার মানবিক দিক বিবেচনা করে এই অনুমতি দেবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। অনুমতি পেলে বৃহস্পতিবার যেকোনো সময় চার্টার্ড বিমানে করে সিঙ্গাপুর হয়ে লন্ডনে নিয়ে যাওয়া হবে বিএনপি নেত্রীকে। সঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিৎসক দল এবং পরিবারের সদস্যরাও থাকবেন। হাসপাতাল থেকে বিমানবন্দরে পৌঁছে দেয়া অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। গেলো সোমবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ।