সরকারের উপর দায় চাপিয়ে মায়াকান্না করছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সরকারের উপর দায় চাপিয়ে হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন বিএনপি এমনটাই অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ইকবাল হোসেনের গ্রেফতারে যখন দেশের মানুষ স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি নানা সমালোচনা ও অপপ্রচার চালাচ্ছে। এদিকে, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছেন বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
যে কোন সাফল্যকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তাই হিন্দুধর্মলম্বীদের উপর হামলার ঘটনায় বিএনপি নানা অপপ্রচারে লিপ্ত, অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ইকবাল হোসেনের গ্রেফতারে যখন দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে, তখন সরকারের উপর দায় চাপিয়ে হিন্দুধর্মলম্বীদের জন্য মায়া কান্না জুড়েছে বিএনপি।
এদিকে, সাম্প্রদায়িক হামলার ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সাম্প্রদায়িক এই হামলার মূলনায়ক বিএনপি, নানা বিভ্রান্তিও তারাই ছড়াচ্ছে বলেও অভিযোগ তথ্যমন্ত্রীর।