সরকারের কাছে দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের দাবি জিএম কাদেরর
- আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের কাছে আবারও দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। দুপুরে ঢাকার লালবাগের আমলীগোলা পার্কে শীতার্ত দরিদ্রের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে এ দাবি করেন তিনি।
জিএম কাদের বলেন, যারা সারাদিন খাবার জোগাড় করতে সংগ্রাম করে, যারা লকডাউন হলে ক্ষুধার তাড়নায় আইন ভঙ্গ করে খাবারের জন্য ছোটে- তাদের পক্ষে পয়সা দিয়ে ভ্যাকসিন নেয়া অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রায় ৯০ ভাগ মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেয়া সম্ভব নয়। তাই সবাইকে সরকারিভাবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শীতের সঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে গেছে। কিন্তু করোনা চিকিৎসায় দৃশ্যমান প্রস্তুতি নেই মন্ত্রণালয়ের। দেশের প্রতিটি হাসপাতালে করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করার দাবি করেন জিএম কাদের।