সরকারের কার্মকান্ড অন্ধকার যুগের চেয়েও খারাপ : নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০১:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের কার্মকান্ড অন্ধকার যুগের চেয়েও খারাপ। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা দেশের মানুষের স্বার্থ রক্ষা করছে না। মুমূর্ষ গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক সাথে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
পবিত্র আশুরা উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই নেতা। দলের নেতা কর্মীদের হত্যা করা থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলন পুলিশের বিরুদ্ধে নয়, বরং অবৈধ সরকারের বিরুদ্ধে। দেশের অর্থনীতি বিদেশের উপর নির্ভশীল হয়ে পড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। প্রতিটি জিনিসের দাম বাড়লেও বাড়ছেনা মানুষের উপার্জন। নজরুল ইসলাম খান বলেন, সুইচ ব্যাংকে কারা টাকা জমাচ্ছে সরকার বলতে পারছে না। অথচ কানাডায় বেগম পাড়ায় বাড়ি করছে সবাই সরকারেরই লোকজন।