সরকারের জবাবদিহিতার অভাবেই এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষনের মতো ঘটনা ঘটছে
- আপডেট সময় : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষনের মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, দেশে ধর্ষনের ঘটনা এমনভাবে বেড়েছে যে, বিশ্বের সামনে বাংলাদেশের মাথা নিছু হয়ে যাচ্ছে।
বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ মন্তব্য করেন। প্রতিটি ধর্ষনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে নারী ও শিশু নির্যাতন দমন আইন করে গেছেন। নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করে এসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষনের শিকারের মতো বীভৎস ঘটনার দায় সরকার এড়াতে পারেনা। এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খানসহ অনেকে বক্তব্য রাখেন।