সরকারের ফরমায়েসেই শর্তসাপেক্ষে রোজিনার জামিন হয়েছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
সরকারের নেপথ্য ফরমায়েসেই শর্তসাপেক্ষে সাংবাদিক রোজিনার জামিন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ নেই বলেই আজকে গণমাধ্যমের এমন করুণ অবস্থা। রোজিনার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। এছাড়া সরকারকে দেশের মানুষকে আর নির্যাতন-নিপীড়ন না করে গণতান্ত্রিকভাবে দেশ চালানোর আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।